স্টাফ রিপোর্টার, আগরতলা, ২মে।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আজ নতুন সিলেবাসের উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি-র ইংরেজী পরীক্ষায় ২৮৯৩১ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ছাত্র ১৪০৬৭ জন ও ১৪৮৬৪ জন ছাত্রী।
সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ২৮৪৩২ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ১৩৮৬৫ জন ও ছাত্রী ১৪৫৬৭ জন। অনুপস্থিতির সংখ্যা ছাত্র ২০২ জন ও ছাত্রী ২৯৭ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৮.২৮। রাজ্যের মোট ৬২টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল।
আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজকের পরীক্ষায় পর্ষদ সভাপতি ড. ভবতোষ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির, নতুননগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সুখময় উচ্চতর বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন।