স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মে।। ভুলভাবে ১০,৩২৩ শিক্ষকদের ছাটাই করা হয়েছিল, দাবি করলেন শিক্ষক নেতারা। ১০,৩২৩ শিক্ষক নেতারা সোমবার সাংবাদিক সম্মেলনে জানান আদালতের রায় ভুলভাবে কার্যকর করেছিল বাম আমলের আমলারা। তাদের অভিযোগ শিক্ষকদের যে মামলার রায় দেখিয়ে তাদের ছাটাই করা হয়েছিল তারা সবাই ওই মামলার পক্ষভুক্ত ছিলেন না।
তথ্য, প্রমাণ সহ শিক্ষা দফতরের দ্বারস্থ হচ্ছেন আগামী ৪ মে। প্রসঙ্গত, ১০৩২৩ শিক্ষকরা চাকরিতে বহাল রাখার জন্য নিয়মিত আন্দোলন সংগঠিত করছে। তাদের দাবি রাজ্য সরকার আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিচ্ছে। ১০৩২৩ একটি জ্বলন্ত সমস্যা। রাজ্য সরকারের তরফ থেকে তাদের কোন স্থায়ী সমাধান করা হচ্ছে না। ইতিমধ্যে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে শতাধিক শিক্ষকের স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যু হয়েছে।