অনলাইন ডেস্ক, ২মে।। সিরি’আর চলতি মৌসুমের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে এসি মিলান। সান সিরোতে শেষ মুহূর্তের গোলে ফিওরেন্তিনাকে হারিয়েছে স্তেফানো পিওলির দল।
গোলরক্ষক পিয়েত্রো তেরাচিয়ানো ভুলে তিন পয়েন্ট পায় মিলান। ৮৫তম মিনিটে বল নিয়ে দ্রুত গতিতে ফিওরেন্তিনার ডি-বক্সে ঢুকে পড়েন রাফায়েল লিও’র। পর্তুগিজ ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে রুখতে গিয়ে ভুল করে বসেন পিয়েত্রো। বল তাকে ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে।
ফিওরেন্তিনা গোলরক্ষক পিয়েত্রোর উপহার দেওয়া জয়ে সিরি’আর পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল মিলান। শিরোপা জয়ের পথে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাদের।
৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সিংহাসনে বসল মিলান। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেরাজ্জুরিরা। লিগে দু’দলের ম্যাচ বাকি আছে আর তিনটি। বাকি ম্যাচগুলোতে যদি মিলান যেতে হবে ২০১১ সালের পর প্রথমবারের মতো সিরি’আ জিতবে রোজোনেরিরা।
অন্যদিকে জয়ে ফিরেছে ইন্টার। লিগের আরেক ম্যাচে উদিনেসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগের ম্যাচে বোলোনার বিপক্ষে ২-১ হেরেছিল ইন্টার।