লাভরভ : আমরা ৯ মে দিনটিকে আগে যেভাবে উদযাপন করতাম সেভাবেই করব।’

অনলাইন ডেস্ক, ২মে।। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আগামী ৯ মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের আগেই ইউক্রেনে সামরিক অভিযান সম্পন্ন করতে মস্কো কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণ করেনি।

সোমবার রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়, ইতালির মিডিয়াসেট ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।

ইতালীয় আউটলেট মিডিয়াসেটের সাথে কথা বলার সময় সের্গেই লাভরভ জোর দিয়ে বলেন, বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে মস্কো তার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ সময়মতো শেষ করতে তাড়াহুড়ো করবে না।

দিনটিতে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ-মিত্র বাহিনীর কাছে নাৎসি জার্মানি আত্মসমর্পণ করে। দিবসটি রাশিয়া বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে।

লাভরভ বলেন, ‘বিজয় দিবসসহ নির্দিষ্ট কোনো তারিখকে কেন্দ্র করে আমাদের সেনারা কৃত্রিমভাবে কোনো কাজ করছে না। আমরা ৯ মে দিনটিকে আগে যেভাবে উদযাপন করতাম সেভাবেই করব।’

তার মতে, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গতিপ্রকৃতি নির্ভর করছে বেসামরিক এবং রুশ সেনাদের ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর।

লাভরভ জানান, অভিযানের লক্ষ্য হলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া, ইউক্রেন দিক থেকে বেসামরিক নাগরিক ও রাশিয়ার জন্য কোনো হুমকি নেই তা নিশ্চিত করা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *