অনলাইন ডেস্ক, ২মে।। গত ফেব্রুয়ারি মাসে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমির বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছিল ভারতের গোয়েন্দা বিভাগ। তার আড়াই মাসের মধ্যে ওই সংস্থার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
শাওমির ৫ হাজার ৫২১ কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত। সংস্থাটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বিদেশি মুদ্রা লেনদেন আইন-১৯৯৯ অনুযায়ী চিনা সংস্থাটির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।
গত আট বছর ধরে ভারতের মোবাইল বাজারে বড় প্রভাব ছিল চিনা কম্পানি শাওমির। ২০১৪ সালে ভারতে ব্যবসা শুরু করেছিল এই চিনা কম্পানি। গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, প্রথম তিন বছরের তুলনায় ভারতের বাজারে পরের তিন বছরে তার ২০০ শতাংশ ব্যবসা বাড়িয়েছিল শাওমি।
ভারতে থেকে শাওমি যে তিনটি বিদেশি কোম্পানিতে টাকা পাঠাত সেই লেনদেনে অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি ভারতের। জানা গেছে, যে পরিমাণ টাকা রয়্যালটি বাবদ বিদেশী তিনটি কম্পানির অ্যাকাউন্টে গিয়েছে তা সঠিক নয়।
বিদেশে অর্থ প্রেরণ করার সময় ব্যাঙ্কগুলোতে ‘বিভ্রান্তিকর তথ্য’ সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ। এই তিন বিদেশি কম্পানির একটি চীনের শাওমি গ্রুপের ও বাকি দুটি মার্কিন।