অনলাইন ডেস্ক, ২মে।। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের লিভ শহর পরিদর্শনে গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
স্থানীয় সময় শনিবার এই পরিদর্শনে তিনি একটি বেকারি এবং রেলওয়ে স্টেশনে যান; যেখানে রাশিয়ার আগ্রাসনে বাস্তুচ্যুত হয়ে অনেক লোক আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ প্রতিনিধি জোলি (৪৬) বলেন, যুদ্ধের কারণে গত দুই মাসে ১ কোটি ২৭ লাখ মানুষ গৃহ ছেড়ে পালিয়েছেন।
হলিউডের এই অভিনেত্রী স্টেশনে বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
⚡️ Actress and filmmaker Angelina Jolie was spotted at a cafe in western Ukrainian city of Lviv on April 30.
Jolie is a special envoy for the United Nations High Commissioner for Refugees.
Video: Maya Pidhoretska via Facebook. pic.twitter.com/CBtR4HBMNR
— The Kyiv Independent (@KyivIndependent) April 30, 2022
তারা তাকে জানিয়েছেন যে, ডিউটিরত একজন মনোরোগ বিশেষজ্ঞ দিনে অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলেন। স্টেশনে আশ্রয় নেওয়াদের অধিকাংশই শিশু; যাদের বয়স দুই থেকে ১০ বছরের মধ্যে।
উত্তরে অ্যাঞ্জেলিনা বলেন, তারা নিশ্চয়ই হতবাক। আমি জানি এই শিশুরা কী ট্রমার ভেতর দিয়ে দিন পার করছে।
এক পর্যায়ে তিনি স্টেশনে লাল টুকটুকে পোশাক পরা এক কন্যাশিশুর সঙ্গে খুনসুটি করেন। এ সময় আনন্দের সঙ্গে হাসছিল শিশু। জোলি স্বেচ্ছাসেবী ও শিশুদের সঙ্গে ছবিও তোলেন।
গত মাসেও জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে ইয়েমেন পরিদর্শনে যান। যেখানে যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্ত্যুচূত হয়ে পড়েছেন।