স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২ মে।। সরকারিভাবে সরবরাহকৃত পানীয় জলের জন্য টাকা দিতে বাধ্য করা হচ্ছে অসহায় মানুষকে।
কৈলাসহর গৌরনগর ব্লকের ভুঁইয়া পাড়া এলাকা থেকে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। মহিলারা জানান প্রতি বালতি জল ১০ টাকা করে দিতে হয়। তারা টাকা দেননি বলে তাদের এখন জল দেওয়া বন্ধ। তারই প্রতিবাদে সোমবার কৈলাসহর- ধর্মনগর সড়কের চিনি বাগান এলাকায় অবরোধ সংগঠিত করেন ভূঁইয়া পাড়া এলাকার নাগরিকরা।
বিষয়টি নিয়ে ক্ষোভ জানান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহাও। জলের দাবীতে পথ অবরোধ আন্দোলন প্রতিদিন হচ্ছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পে প্রতি বাড়িতে নলের মাধ্যমে জল সরবরাহ করার কাজ চলছে।