অনলাইন ডেস্ক, ২মে।। হাসপাতালে ভর্তি শোলে ছবির বীরু তথা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। চারদিন আগেই তাঁকে দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, রাখা হয়েছে আইসিইউ তে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁকে আইসিসিইউয়ের বাইরে আনা হচ্ছে।
এক সূত্র জানাচ্ছে , ‘আপতত ধর্মেন্দ্রজি ভালো আছেন, বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে, আরও কয়েকটা দিন তাঁকে হাসপাতালেই থাকত হবে’।
সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত আ্যকটিভ এই বলিউড অভিনেতা। কিন্তু বেশ কিছুদিন তাঁকে দেখা যাচ্ছেনা সোশ্যাল মিডিয়ায়। তখনই সামনে আসে অসুস্থতার আশংকা।
যদিও এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুদিনের মধ্যেই তাঁকে হয়ত লাইট ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরতে দেখা যাবে।
ধর্মেন্দ্রকে দেখা যাবে ‘আপন’ ছবির সিক্যুয়েলে। এই ছবিতে দেওল পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে দেখা যাবে। সানি ও ববি ছাড়াও এই ছবিতে থাকছেন সানি-পুত্র করণ দেওল। এছাড়াও রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতেও থাকছেন ধর্মেন্দ্র। ৪৮ বছর পর জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন ভাগ করার কথা ধর্মেন্দ্র।