দুই মাস পর শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বৃষ্টি

 

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। ভারত জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। তবে, দুই মাস পর শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বৃষ্টি হয়েছে।

শুক্রবার নয়াদিল্লিতে এক সাক্ষাৎকারে ভারতের আবহাওয়া অধিদপ্তরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, আরও বাড়তে পারে তাপমাত্রা।

তিনি বলেছেন, যেসব এলাকায় প্রচণ্ড দাবদাহ বয়ে যেতে পারে, সেসব এলাকায় আগাম সতর্কবার্তা দিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থা বিভাগগুলোর সঙ্গে কাজ করছে আবহাওয়া অধিদপ্তর।

দিল্লিসহ গোটা মধ্য ও উত্তর ভারতে ইতিমধ্যে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং। বর্ষার মৌসুম আসতে এখনো দুই মাস বাকি। তাই এর আগে তাপমাত্রা কিছুটা কমলেও ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা কম।

তবে কলকাতার বেশ কিছু জায়গায় শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। এ ছাড়াও শহর সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বৃষ্টি হয়েছে বিকেল-সন্ধ্যা নাগাদ।

আবহাওয়া অধিদপ্তরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ১৯০১ সালের পর থেকে গত মাসে ভারতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে এসির ব্যবহার বেড়ে যাওয়ায় তীব্র বিদ্যুৎ-সংকট দেখা দিয়েছে। এ ছাড়া গরমে ফসলেরও ক্ষতি হচ্ছে। প্রচণ্ড দাবদাহে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *