অশান্ত হয়ে রয়েছে পাতিয়ালা, ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার নির্দেশও দিয়েছে সরকার

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। শিবসেনা ও শিখ কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে রয়েছে পাতিয়ালা (Patiala)। শুক্রবার বিক্ষোভের সময় শিবসেনার এবং শিখ কর্মীদের মধ্যে সংঘর্ষের পর পাঞ্জাব সরকার পাতিয়ালার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছে। গুজব ছড়ানো রুখতে শনিবার শহরে মোবাইল ইন্টারনেট পরিষেবা ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শহরে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (পাতিয়ালা রেঞ্জ), সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) এবং পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মুখবিন্দর সিং চিন্নাকে নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে, এবং দীপক পারিক এবং ওয়াজির সিংকে নতুন এসএসপি এবং এসপি হিসাবে নিয়োগ করা হয়েছে। ফোন কল ছাড়া মোবাইল ফোন পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র ও বিচার বিভাগ।

গতকাল দুই দল মুখোমুখি এসে একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। এই ঘটনায় দুই তরফের চারজন আহত হয়েছেন। এদিকে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে গুলি চালাতে হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে শিখ কর্মীদের একটি দল শিবসেনার খালিস্তান মুর্দাবাদ মার্চের বিরোধিতা করেছিল। শিবসেনার কার্যনির্বাহী সভাপতি হরিশ সিংলা আর্য সমাজ চক থেকে কালী দেবী মন্দির পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী-বিরোধী মিছিলের নেতৃত্ব দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *