দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। ২০২৩ সাল থেকে ছয় দল নিয়ে মাঠে গড়াবে এই নতুন লিগ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। তবে ক্রিকেট খেলুড়ে পরাক্রমশালী দেশগুলোর মধ্যে একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ চালু করেনি দ. আফ্রিকা।

অবশেষে ২০২৩ সালের জানুয়ারিতে ছয় দলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসর শুরু করছে তারা। অস্ট্রেলিয়ার সফর শেষ করেই নতুন টুর্নামেন্টটি শুরু হবে বলে জানিয়েছে সিএসএ।

আইপিএলের মত না পারলেও, বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছে সিএসএ, ‘আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে। যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সঙ্গে এটি সমানতালে চলতে পারে।’

তারা আরও জানায়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও অংশগ্রহণের সুযোগ থাকছে এই টুর্নামেন্টে। আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো যাবে।

ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে মোট ৩৩টি ম্যাচ হবে। পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা দল নিয়ে প্লে-অফের খেলা হবে। সেখান থেকে ফাইনাল খেলবে দু’দল।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে সুপার স্পোর্টের সাথে চুক্তিও করেছে সিএসএ। দল কিনতে ইতোমধ্যে স্থানীয় এবং বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান যোগাযোগ করেছে বলেও জানান সিএসএর প্রধান নির্বাহী ফুলেটস মোসেকি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *