ব্যাটিংয়ে নেমে অর্ধ-শতকের রান কোহলির

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। এক সময় ব্যাট হাতে মাঠে নামলে ফিফটি-সেঞ্চুরি যেন মামুলি বিষয় ছিল বিরাট কোহলির জন্য। কিন্তু দীর্ঘদিন সেঞ্চুরির দেখা নেই তার ব্যাটে। তার মধ্যে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে রান খরা।

অবশেষে হতাশার সেই বৃত্ত ভাঙলেন কোহলি। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে অর্ধ-শতকের দেখা পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৩ বছর বয়সী ব্যাটার। ১৪ ম্যাচ পর আইপিএলে ফিফটি পেলেন কোহলি।

পেসার মোহাম্মদ শামির করা ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে এক রান ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। আনন্দের চেয়ে যা তার জন্য হাঁফ ছেড়ে বাঁচার। গত পাঁচ ইনিংসে যেখানে তার রান ১, ১২, ০, ০ ও ৯; সেখানে এই ফিফটি দিয়ে কোহলি বুঝিয়ে দিলেন, দুঃসময় পেছনে ফেলে রানে ফেরার।

চলতি আইপিএলে রান খরার কারণ সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার কোহলির শেষ দেখে ফেলেছিলেন। উপদেশ ও পরামর্শও দিয়েছেন এই ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে। তবে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, শিগগিরই রানে ফিরবেন কোহলি।

সেই কথায় সত্যি হলো। গুজরাটের বিপক্ষে ৪৫তম বলে কোহলির ব্যাট উঁচিয়ে ধরার সেই চিরায়ত দৃশ্যই দেখা গেল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওপেনিংয়ে নেমে ৪৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৫ রানে ব্যাট করছেন সাবেক ভারতীয় অধিনায়ক। তাকে সঙ্গ দিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল (৭)। আরসিবি ১৫.১ ওভারে ২ উইকেটে করেছে ১১৭ রান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *