হিংসা ও হানাহানির ঘটনা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দেশজুড়ে

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। সম্প্রতি দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসা ও হানাহানির ঘটনা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ ওই সব ঘটনা নিয়ে নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেন, হিংসায় কারও ভালো হতে পারে না। আমাদের সবসময় অহিংস নীতি নিয়ে পথ চলা উচিত।

অভিযোগ, সাম্প্রতিক সবকটি হিংসাত্মক ঘটনায় আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলি জড়িয়ে। বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা হচ্ছে।এর মাঝে সংঘ প্রধান শান্তির বার্তা দিয়ে অভিযোগ ঝেড়ে ফেলার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে।

সংঘ প্রধান ভাগবত বলেছেন শান্তিতে বসবাস করার জন্য অহিংস নীতিই সবচেয়ে সেরা। শান্তিতে থাকতে হলে সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। মানবতাকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে। যারা হিংসায় বিশ্বাসী, যারা দাঙ্গা করে বেড়ায় তাদের দিন কিন্তু শেষ হয়ে এসেছে। হিংসা কখনও কারও মঙ্গল করতে পারে না। হিংসা শুধুমাত্র ধ্বংস ডেকে আনে। ভারত হল অহিংসার দেশ। তাই আমাদের অহিংসার পথে এগোতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। সকলেই যাতে মিলেমিশে বসবাস করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

গোটা দেশজুড়ে চলা হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে যেমন সঙ্ঘপ্রধান মুখ খুলেছেন তেমনই মুখ খুলেছেন হিন্দিকে রাষ্ট্রভাষা করার শাহী উদ্যোগ নিয়েও। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার জন্য উঠে পড়ে লেগেছেন।

হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে তুলে আনার চেষ্টাকে কটাক্ষ করে ভাগবত বলেছেন, ভুলে গেলে চলবে না ভারত বহু ভাষাভাষীর দেশ। প্রতিটি আঞ্চলিক ভাষার যথেষ্ট গুরুত্ব, মর্যাদা ও ঐতিহ্য রয়েছে। সেই গুরুত্ব ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। জোর করে কারও উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। জোর করে আর যাই হোক সম্মান ও শ্রদ্ধা আদায় করা যায় না। প্রাচীনকাল থেকেই ভারতে সব ভাষাকেই সমান রকম মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *