ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে করোনা সংক্রমণ

অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে করোনা সংক্রমণ। করোনা প্রথম ও দ্বিতীয় অতিমারির সময়ে করোনা যেভাবে আতঙ্ক বাড়িয়েছিল, সেই ভয় কি আবার ফিরে আসতে চলেছে! গতকালই দেশে একদিনে ৬০ জনের মৃত্যুর খবর এসেছিল। আজ ফের সেই উদ্বেগই বজায় থাকল। ভারতে এক দিনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হলেন ৩,৬৮৮ জন। যার ফলে মোট সংক্রমণের সংখ্যা এখন ৪,৩০,৭৫,৮৬৪। সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে ১৮,৬৮৪, শনিবার জানিয়েছে সরকার। সকাল ৮ টায় দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, আরও ৫০ জনের মৃত্যুর ঘটনা ঘটায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৩,৮০৩-এ পৌঁছেছে। সক্রিয় মোট সংক্রমণের হার ০.০৪ শতাংশ। কোভিডকে হারিয়ে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় ৮৮৩টি সক্রিয় সংক্রমণ বৃদ্ধি ঘয়েছে। দৈনিক কোভিড পজিটিভিটির হার ০.৭৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৬ শতাংশ।

কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৪,২৫,৩৩,৩৭৭ জন, যেখানে মৃত্যুর হার ১.২২ শতাংশ। দেশব্যাপী করোনা টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে প্রদত্ত ডোজ সংখ্যা ১৮৮.৮৯ কোটি ছাড়িয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি ছাড়িয়েছে।

যে ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে তাঁদের মধ্যে ৪৫ জনই কেরলের বাসিন্দা, দু’জন দিল্লির এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে ১ জন করে আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে।

এখনও পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১,৪৭,৮৪২ জন, কেরলে ৬৯,০১১ জন, কর্ণাটকে ৪০,০৯৯ জন, তামিলনাড়ুতে ৩৮,০২৫ জন, দিল্লিতে ২৬,১৭৪ জন, উত্তরপ্রদেশে ২৩,৫০৭ জন এবং পশ্চিমবঙ্গে ২১,২০১ জন৷ স্বাস্থ্য মন্ত্রক জোর দিয়েই জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।

করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বিশেষজ্ঞরা কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এদিকে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১২ থেকে ১৭ বছর বয়স্কদের জন্য নতুন করোনা টিকা কভোভ্যাক্স অনুমোদন পেল। সিরাম ইনস্টিটিউট এই কোভোভ্যাক্স নামের করোনা ভ্যাকসিনটি বানিয়েছে৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই) শুক্রবার ১২-১৭ বছর বয়সীদের জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড-১৯ ভ্যাকসিন কোভোভ্যাক্সকে অনুমোদন করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *