অনলাইন ডেস্ক,৩০ এপ্রিল।। দেন পরিশোধ এড়াতে ২.৫ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন বরিস বেকার। এই অপরাধে বড় শাস্তিই পেলেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন।
দেউলিয়া আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ৫৪ বছর বয়সী ছয়টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে আড়াই বছরের কারাবাসের রায় দিয়েছে লন্ডনের এক আদালত।
স্পেনের মায়োর্কাতে ৩ মিলিয়নেরও বেশি মূল্যের বিলাসবহুল সম্পত্তি কিনেছিলেন বেকার। কিন্তু সে সম্পত্তির বিপরীতে দেনা পরিশোধ করেননি তিনি।
যার ফলে ২০১৭ সালের জুনে দেউলিয়া ঘোষিত হন জার্মানির সাবেক এই শীর্ষ বাছাই টেনিস তারকা। এই সময়ের মধ্যে ২০টি মামলা থেকে রেহাই পান তিনি। তবে বাকি ৪টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বেকার।
বেকারের বিরুদ্ধে অভিযোগ উঠে, দেনার হাত থেকে বাঁচতে লাখ লাখ সম্পত্তি লুকিয়ে রেখেছেন তিনি। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় কারবাসের শাস্তি পেলেন এই কিংবদন্তি টেনিস তারকা।
লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতেরবিচারক দেবোরাহ টেলর জানিয়েছেন, বেকার কোনো অনুশোচনা ও অপরাধ স্বীকার করেননি।
এর আগে ২০০২ সালে জার্মানিতে কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন বেকার।