ধর্মনগর রাঘনা সীমান্তে বিএসএফের গুলিতে ঘায়েল বাংলাদেশের পাচারকারী

 

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৮ এপ্রিল।। ধর্মনগরের রাঘনায় বুধবার শেষ রাতে ভারত বাংলাদেশের এক দল গরু পাচারকারীরা সীমান্তের কাটাতারের বেড়া কাটে গরু পাচারের উদ্যেশে। সেই সময় সীমান্তে কর্তব্যরত অবস্থায় থাকা ১৩৯ ব্যাটেলিয়নের এক বিএস এফ জওয়ান পাচারকারীদের দেখে দৌড়ে গিয়ে পাচারকারীদের চ্যালেঞ্জ জানায়। পাচারকারী বিএসএফ জওয়ানকে উদ্যেশ্য করে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামালা করতে উদ্ধত হতেই কর্মরত বিএসএফ জওয়ান পাচারকারীদের উদ্যেশে ৪ রাউন্ড গুলি ছুড়ে। ৪ রাউন্ড গুলির মধ্যে একটি গুলি এক বাংলাদেশি পাচারকারীর হাতে লাগে। আহত অবস্থায়ই অন্যান্য পাচারকারীদের সাথে গুলি বিদ্ধ আহত পাচারকারীও পালাতে শুরু করে। বিএস এফ জওয়ানও তাদের পেছনে ধাওয়া করে। বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আহত নজরু মিয়াকে বি এস এফ জওয়ান আটক করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে ভরতি করে বিএসএফ।  খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকেও।

আন্তর্জাতিক পাচার চক্রের হাত ধরে উত্তর জেলা হয়ে রোজ শত শত গরু পাচার হচ্ছে। তার প্রমান মিলছে প্রতিদিনই। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা গরু পাচারের বিরুদ্ধে তৎপর হলেও আরক্ষা দপ্তর এখনও শীত ঘুমে। সুত্রের খবর বিএসএফ জওয়ানরা ধৃত নজরুল মিয়া নামের পাচারকারীকে জিজ্ঞাসা বাদ করে বহু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে। ইতিমধ্যেই পালিয়ে জাওয়া অন্যান্য পাচারকারীদের নাম ঠিকানাও পেয়েছে বিএসএফ। মিজোরাম থেকে প্রতিদিন রাতে অবৈধ ভাবে উত্তরের দমছরা হয়ে পাচারকারী শত শত গরু গাড়ি করে, পায়ে হাটিয়ে নিয়ে আসছে ত্রিপুরায়। এছাড়াও আসাম থেকেও গরু ত্রিপুরায় এনে পাচার করা হচ্ছে বাংলাদেশে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *