স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। শুক্রবার সকাল থেকেই আগরতলা শহরতলীর বিভিন্ন এলাকায় পাইপলাইন গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। বটতলা, জয়নগর, আড়ালিয়া, বরদোয়ালী, প্রতাপগড় এবং আরো কিছু এলাকায় সকাল থেকেই মানুষ পাইপলাইন গ্যাস ব্যবহার করতে পারছেন না। এর আগে এই ধরনের বিভ্রাট কখনই দেখা যায়নি বা মাঝেমধ্যে হলেও সেটা আগে থেকে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
কিন্তু এইবার হঠাৎ করে পাইপলাইনে গ্যাস না থাকার কারণে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে ঐ সমস্ত এলাকার এলাকাবাসী কে। কারণ সকালবেলায় অফিস যাত্রী, স্কুল আরো অন্যান্য কাজে যারা যুক্ত আছে সবাই রান্না করা খাবারের উপর নির্ভরশীল।
কিন্তু গ্যাস না আসার ফলে ওই সমস্ত এলাকার এলাকাবাসীর হেঁসেলে দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। এলাকাবাসীর তরফ থেকে সংস্থার সাথে যোগাযোগ করা হলে উনারাও সঠিকভাবে ত্রুটির কারণ আপাতত জানাতে পারছেন না। সংবাদ সংগ্রহ পর্যন্ত এলাকাবাসীরা লাইন গ্যাস ব্যবহার করতে পারছেন না বলেই জানা যায়। তবে সংস্থার পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রুটি সারানোর চেষ্টা চলছে বলে খবর।