হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। আচমকাই শারীরিক অবস্থার অবনতি। আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। শুক্রবার সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আচমকাই দুর্বলতা দেখা দেয়। সেই কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তিনি। হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতার আন্তর্জাইক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিনও উপস্থিত ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন শরীর অসুস্থ রয়েছে তাঁর। তাই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *