ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সালাহ

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

এ নিয়ে দু’বার এই পুরস্কার জিতলেন তিনি। ২০১৮ সালে প্রথম এফডব্লিউএ-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হন সালাহ।

২৯ বছর বয়সী তারকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ২২ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন।

লিগে লিভারপুলের বাকি আছে আর মাত্র ৫ ম্যাচ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউর্গেন ক্লপের দল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *