স্টাফ রিপোর্টার, অমরপুর, ২৯ এপ্রিল।। আদালতের নির্দেশ পালন করতে গিয়ে ক্ষোভের মুখে পুলিশ। ঘটনা অমরপুর ডালাক এলাকায়। জানা গেছে, অমরপুর ডালাক এলাকায় দুই ব্যক্তির দখলকৃত জমি উদ্ধার করতে গিয়েছিল পুলিশ বাহিনী।
দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাসকারীরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়। অভিযোগ ওই পরিবারগুলোকে সময় না দিয়েই পুলিশ উচ্ছেদ করতে গিয়েছিল। অসহায় পরিবারগুলো আর্তনাদ করতে থাকে সময় দেওয়ার দাবিতে।
এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনকে এলাকার লোকজন অনুরোধ করেছেন যাতে তাদের কিছু সময় দাওয়া হয়। এখন দেখার পুলিশ কি উদ্যাগ গ্রহণ করে। তবে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন তাদের কিছু করার নেই। আদালতের নির্দেশ তাদের পালন করতেই হবে।