কিয়েভের যুদ্ধবিধ্বস্ত বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও

অনলাইন ডেস্ক,২৮ এপ্রিল।। ইউক্রেন সফরে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জানিয়েছেন, একবিংশ শতাব্দীতে যুদ্ধ অযৌক্তিক এবং যুদ্ধ হলো শয়তান।

তিনি কিয়েভের যুদ্ধবিধ্বস্ত বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছেন। গত মার্চের বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত দেশটির রাজধানী দখলে রেখেছিল রাশিয়ান সৈন্যরা।

মহাসচিব গুতেরেস প্রথমে যান কিয়েভের উত্তর-পশ্চিমের স্থান বোরোডিঙ্কায়। যেখানে বিমান হামলা ও গোলাগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্ট্রাল স্ট্রিটের আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে গুতেরেস এসব পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, ‘যখন বিল্ডিংয়ের এসব ধ্বংসাবশেষ দেখি, তখন আমার পরিবারকে ওসব বাড়িতে কল্পনা করি। যা এখন ধ্বংস হয়ে গেছে। আমি দেখি, আমার নাতনিরা আতঙ্কে দৌড়াচ্ছে।’

গুতেরেস আরও বলেন, ‘একবিংশ শতাব্দীতে যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ হলো শয়তান এবং যখন আপনি এমন পরিস্থিতি দেখেন, তখন আমাদের হৃদয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে থাকে। আমাদের আবেগ-সমবেদনা থাকে তাদের পরিবারের সঙ্গে। একবিংশ শতাব্দীতে যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *