লালজুরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৮ এপ্রিল।। বর্তমান সরকার সবসময়ই মানুষের কল্যাণে কাজ করছে। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, গুণগত শিক্ষার প্রসারে। জনজাতি অধ্যুষিত এলাকায় একলবা মডেল আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে রাজ্যের ১২৫টি বিদ্যালয়কে। আজ কাঞ্চনপুরে লালজুরি স্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রীনিবাসের দ্বারোদঘাটন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রেশনশপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে চাল, লবন, কেরোসিন দেওয়া হত, চিনির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি তুলে দেওয়ার পর চিনি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।

কিন্তু বর্তমান সরকার সেই চিনি সরবরাহ পুনরায় চালু করেছে। পাশাপাশি ডাল, আটা, ময়দা, সুজি, সয়াবিন, চাপাতা সরবরাহ চালু করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে মাত্র চার বছরে ২ লক্ষাধিক নতুন ঘর নির্মাণের জন্য অনুমোদন নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। প্রধানমন্ত্রী একসাথে গত সেপ্টেম্বর মাসে ১ লক্ষ ৫৯ হাজার হ্র নির্মাণের প্রথম কিস্তির টাকা অনুমোদন দিয়েছেন। করোনাকালে প্রধানমন্ত্রী বিনামূল্যে টিকাকরণের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচিয়েছেন।

প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সুবিধা প্রদান করছেন। উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার সংযোগ, গরীবদের জন্য বিনামূল্যে চাল, প্রধানমন্ত্রী আবাসযোজনায় ঘর, শৌচালয়, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয়জল ইত্যাদি সর্বক্ষেত্রে সুবিধা প্রদান করছেন। জাতীয় সড়কের উন্নয়ন, এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু করা, পরিকাঠামো উন্নয়ন, ইত্যাদি সর্বক্ষেত্রে কাজ হয়েছে ত্রিপুরায়। এছাড়া মাথাপিছু আয় বর্তমানে আগের চেয়ে বেড়েছে। বেড়েছে কৃষকদের আয়।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় কৃষকরা বছরে ছয় হাজার টাকা পাচ্ছেন। ক্যকদের থেকে এফ সি আই এর মাধ্যমে ন্যূনতম সহায়কমূল্যে ধান ক্রয় করা হচ্ছে। ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারস আজ বিদেশ রপ্তানী হচ্ছে। ত্রিপুরার কাঠালের কথা দেশের প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন। ত্রিপুরার সুগন্ধী লেবু বহির্দেশে রপ্তানির পর কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছেন। রাজ্য সরকার সামাজিক ভাতা বাড়িয়ে প্রথমে ১০০০ টাকা করেছে। আগামী দুর্গাপূজার আগে তা বাড়িয়ে ২ হাজার টাকা করার জন্য চলতি বছরের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বচ্ছ নিয়োগনীতি চালু করা হয়েছে। টি এস আরের চাকুরীর বয়সসীমা বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কাঞ্চনপুরে ৫টি বিদ্যালয়কে সিবিএসই তে রূপান্তরিত করা হয়েছে। চালু করা হয়েছে এনসিআরটি সিলেবাস। মহিলাদের স্বশক্তিকরণে সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে রাজ্যের রাস্তাঘাট, পানীয়জল, বিদ্যুৎ ইত্যাদি সর্বক্ষেত্রে উন্নতি সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি স্বপ্না রাণী দাস, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, এসপি ড. কিরণ কুমার কে, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাজজুরি বিএসি’র চেয়ারম্যান অস্থ কুমার চৌধুরী। লালজুড়ি দ্বাদশমান বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়া কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ১০০ আসনবিশিষ্ট ছাত্রীনিবাসের নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *