৯ মে উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে শুরু হবে ৩দিনব্যাপী রাজর্ষি উৎসব মেলা

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ এপ্রিল।। আগামী ৯ মে উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে শুরু হবে ৩দিনব্যাপী রাজর্ষি উৎসব মেলা। উৎসব ও মেলা চলবে ১১ মে পর্যন্ত। এই মেলাকে সফল করে তুলতে আজ গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। সভায় একটি উপদেষ্টা কমিটি, একটি কার্যকরী কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে ৯ মে ভোরে উদয়পুর টাউনহল প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হবে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

তিনদিনব্যাপী রাজর্ষি উৎসব ও মেলা উপলক্ষে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দপ্তর থেকে খোলা হবে প্রদর্শনী মণ্ডপ। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, অতিরিক্ত মহকুমা শাসক ভবেশ ভদ্র ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *