অনলাইন ডেস্ক, ২৭এপ্রিল।। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে আজ রাতে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। তবে এই মাঠে নামার আগেই বেশ দুশ্চিন্তায় থাকতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।
একদিকে চলতি মৌসুমে লিভারপুল আছে দুর্দান্ত ফর্মে। অন্যদিকে অ্যানফিল্ডে তেমন সুখস্মৃতি নেই ভিয়ারিয়ালের। এই মাঠে ক্লাবটির বর্তমান স্কোয়াডের অনেক খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু লিভারপুলের ঘরের মাঠে ক্যারিয়ারে কারও জয়ের অভিজ্ঞতা নেই। কোচ উনাই এমেরি-সহ ভিয়ারিয়ালের ৮ খেলোয়াড় অতীতে অ্যানফিল্ডে খেলেছেন। কিন্তু কেউ জয়ের স্বাদ পায়নি।
ভিয়ারিয়ালের ফরাসি ডিফেন্ডার এতিয়েঁন কাপু ওয়াটফোর্ডে থাকাকালীন চার ম্যাচ খেলেছেন অ্যানফিল্ডে। তিনিও কখনো জয় পাননি। আরেক ফরাসি মিডফিল্ডার ফ্রান্সিস কোকুয়েলিন আর্সেনালের হয়ে অ্যানফিল্ডে ২০১৬/১৭ ও ২০১৭/১৮ মৌসুমে দুবার অ্যানফিল্ডে খেলেছেন। দু’বারই গানাররা হেরেছেন ৩-১ গোলে।
তার মধ্যে লেস্টার সিটির হয়ে ভিসেন্তে আইবোরা, টটেনহামের হয়ে সের্গে অরিয়ের ও জিওভানি ও লো সেলসো, নাপোলির হয়ে রাউল আলবিওল— কেউ অ্যানফিল্ড জয় করতে পারেননি। এদের সবাই এখন খেলছেন ভিয়ারিয়ালে।
এই তালিকায় আছেন কোচ এমেরিও। ভিয়ারিয়ালের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন এমিরেটসে। তার অধীনে অ্যানফিল্ডে গিয়ে ২০১৮/১৯ মৌসুমে একবার ৫-১ ও আরেকবার ৩-১ গোলে হেরেছিল গানাররা।