স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের উদ্যোগে নয়াদিল্লীর প্রগতি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্তরের বি-টু-বি এক্সপো ‘আহার’। এই এক্সপো গতকাল শুরু হয়েছে এবং ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত চলবে।
দক্ষিণ এশিয়ায় গত ৩৫ বছর ধরে এই এক্সপো অনুষ্ঠিত হয়ে আসছে এবং এবারের এক্সপো-তেও খাদ্য ও পানীয় দ্রব্য, উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ইত্যাদি প্রযুক্তির প্রদর্শন, হোটেল ও গৃহ সজ্জা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের দ্রব্যাদির সম্ভার থাকবে। খাদ্য ও হোটেল শিল্প, আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত উদ্যোগীরা এই এক্সপো-তে আলোচনা ও মত বিনিময়ের সুযোগ পাবেন। ত্রিপুরা থেকেও শিল্প ও বাণিজ্য দপ্তর, কৃষি এবং উদ্যান চাষ দপ্তর ত্রিপুরা প্যাভিলিয়ন নিয়ে এই মেলায় অংশ গ্রহণ করছে।
ত্রিপুরা প্যাভিলিয়নে বেসরকারি উদ্যোগীদেরও অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগরতলার অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি, কুমারঘাটের নুনসেই ফ্রুটস এন্ড ভেজিটেবল প্রডাক্ট ইন্ডাস্ট্রি এবং ৬টি এফপিও। সুগন্ধী চাল, লেবু, আনারস, আদা, হলুদ, মরিচ, গোল মরিচ, মাসকালাই ডাল, কাঁঠাল, টিপিএস বীজ, কাকড়ল, এনথুরিয়াম ইত্যাদি ত্রিপুরা প্যাভিলিয়ানে প্রদর্শিত হচ্ছে।