দেশজুড়ে ঘৃণার রাজনীতিতে উদ্বিগ্ন স্বয়ং আমলারা,লিখলেন খোলা চিঠি

অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল।। দেশজুড়ে ঘৃণার রাজনীতিতে উদ্বিগ্ন স্বয়ং আমলারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ১০৮ জন প্রাক্তন আমলা লিখলেন খোলা চিঠি৷ অসম,দিল্লি, গুজরাত,হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন দেশের এই প্রাক্তন আমলারা।

খারগোন থেকে জাহাঙ্গীরপুরি একের পর ঘটনায় যেভাবে সংখ্যালঘুদের ওপর নেমে এসেছে বিদ্বেষ রাজনীতির খড়্গ হস্ত তাতে স্বাভাবিক ভাবেই আর চুপ করে থাকতে পারেননি দেশের এক সময়ের এই দুঁদে আমলারা। একের পর এক সামনে আসছে সহিংসতার ঘটনা।

প্রাক্তন আমলারা লিখছেন দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কি উচিৎ নয় পক্ষপাতমূলক আচরণ ছেড়ে সবার সঙ্গে সমান আচরণ করা। চিঠিতে লেখা, এই ভয়াবহ সামাজিক হুমকির মুখে আপনার নীরবতায় মনে হচ্ছে সবাই বধির।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *