চড়িয়ামে আধার আপডেট নিয়ে হয়রানির শিকার পড়ুয়ারা, জনমনে তীব্র অসন্তোষের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। আধার কার্ড নিয়ে হয়রানির শিকার পড়ুয়ারা। রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। তাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে ছাত্র-ছাত্রীদের আধার আপডেট করা হচ্ছে। সকাল থেকে প্রচুর সংখ্যক পড়ুয়া এবং তাদের অভিভাবক বিদ্যালয়ে আসলেও সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত কর্মীরা সঠিক সময়ে আসছেন না। তাই প্রতিনিয়ত সবাইকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাতে জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই হয়রানি বাঁধা করার দাবি ওঠেছে।

প্রসঙ্গত, গোটা রাজ্যেই রেশন দোকানে চলছে আধার ও বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রক্রিয়া। তাতে দেখা গিয়েছে অনেকের আধার কার্ড আপডেটের প্রয়োজন পড়েছে। তাই প্রশাসনের তার থেকে বিভিন্ন জায়গায় আধার আপডেট করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। তারাই অংশ হিসাবে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে ছাত্র-ছাত্রীদের আধার আপডেট করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *