স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৭ এপ্রিল।। শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা শান্তিরবাজার থানায় আসার পর থেকেই নেশাকারবারীদের দমনে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন।
তিনি একের পর এক নেশাকারবারীকে গ্রেপ্তার করে তদন্তক্রমে নেশা সামগ্রী কারবাের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সোমবার রাত্ থেকেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য শান্তির বাজার থানা থেকে প্রফেশনাল এস.আই সুজিত সরকারকে সাথে নিয়ে ছুটে যান আগরতলায়। অবশেষে মঙ্গলবার আগরতলার এন.সি.সি থানার পুলিশের সহযোগিতায় ড্রাগস ব্যাবসায়ীর মাস্টার মাইন্ড মৃদুল ঘোষকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তিরবাজার থানার পুলিশ।
মৃদুল ঘোষকে গ্রেপ্তার করে রাত্রিবেলায় নিয়ে আসা হয় শান্তির বাজার থানায়। বুধবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে অভিযুক্ত মৃদুল ঘোষকে মেডিকেল করিয়ে বিলোনায়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়।