বুলগেরিয়াতেও গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয় রাশিয়া

অনলাইন ডেস্ক, ২৭এপ্রিল।। পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাশিয়া। তবে এই সিদ্ধান্তে বেশিক্ষণ অটল থাকল না মস্কো।

ফের পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া। বুধবার খবরটি নিশ্চিত করে রয়টার্স।

এর আগে, গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের ইউরোপীয় ইউনিয়ন নেটওয়ার্কের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানায়, পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।

৩১ মার্চ ঘোষিত অর্থ পরিশোধের নতুন নিয়মে সরবরাহ স্থগিতের ন্যায্যতা দেয় দেশটির গ্যাস জায়ান্ট গাজপ্রোম। । তারা জানায়, ‘অবন্ধুত্বহীন’ দেশগুলোকে রাশিয়ান গ্যাসের মূল্য রুবল দিয়ে পরিশোধ করতে হবে।

কিন্তু পোলিশ স্টেট ন্যাচারাল গ্যাস কোম্পানি পিজিএনআইজি রাশিয়ান মুদ্রায় মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। আগেরদিন তারা নিশ্চিত করে, দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। পিজিএনআইজি তাদের বেশির ভাগ গ্যাস আমদানির জন্য নির্ভরশীল গাজপ্রোমের ওপর।

পোলিশ কোম্পানিটি জানায়, আপাতত তারা সরবরাহ বন্ধের বিষয়ে উদ্বিগ্ন নয়। রাশিয়ার গ্যাস ছাড়ায় তারা সবকিছু ব্যবস্থা করে নেবে।

এদিকে, শুরুতে বুলগেরিয়াতেও গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয় রাশিয়া। তবে শুরুতে এই খবরের স্পষ্টতা পাওয়া গেলেও পরে জানা যায়, দেশটিতেও সাময়িক সময়ের জন্য গ্যাস সরবারাহ বন্ধ রাখা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *