অবরোধ এর ট্রেডিশান আর কতদিন ? কালভার্ট বসানোর দাবি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ এপ্রিল।। কালভার্ট বসানোর দাবি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর রাস্তা অবরোধ। কৈলাসহর থেকে ফটিকরায় ডেমডুম পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের কাজ চলছে। গকুলনগর ও গঙ্গানগর এলাকায় স্থায়ী কালভার্ট বসানোর দাবি জানিয়েছিল এলাকাবাসী। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা এদিন গকুলনগর ও গঙ্গানগরের মধ্যবর্তী স্থানে সড়ক অবরোধ করেন।

দীর্ঘ সময় অবরোধ চলতে থাকে। পারে প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে যায়. কোনোরকমে তাদের বুঝিয়া অবরোধ প্রত্যাহার করানো হয়। প্রতিশ্রুতি দাওয়া হয় তাদের দাবি পুরান করা হবে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় দাবি আদায়ের একমাত্র মাধ্যম হিসাবে অবরোধ সংগঠিত করা হচ্ছে। তাতে জনগণ যেমন হয়রানির শিকার হন তেমনি প্রশাসনকেও দৌড়ঝাঁপ করতে হয়। এই অবরোধ এর ট্রেডিশান আর কতদিন চলবে, প্রশ্ন তুলেছেন জনগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *