ধর্ষণ মামলার অভিযুক্ত ও তার সহযোগীকে পশ্চিমবঙ্গ থেকে ধরে আনল বীরগঞ্জ থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, অমরপুর, ২৭ এপ্রিল।। ধর্ষণ মামলার অভিযুক্ত এবং তার সহযোগীকে পশ্চিমবঙ্গ থেকে ধরে নিয়ে আসলো বীরগঞ্জ থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ধর্ষণ মামলার অভিযুক্ত প্রাণেশ দাস এবং তার ভাই প্রসেনজিৎ দাসকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে নিয়ে আসে। মোবাইল ফোন ট্র্যাক করে তাদের জালে তোলা হয়।

মামলার ব্যাপারে এক পুলিশ অফিসার জানিয়েছেন, বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছিল। মামলার নাম্বার ০৮/২০২২। মামলাটি হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা মোতাবেক। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে জানতে পারে উক্ত দুই আসামি পশ্চিমবঙ্গের বহরমপুর এলাকায় রয়েছে। বীরগঞ্জ থানার পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যোগাযোগ করে। তারপর বীরগঞ্জ থানার একটি পুলিশ টিম সেখানে যায় এবং গতকাল ওই দুই আসামিকে বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *