স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৬ এপ্রিল।। আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে কৈলাসহর পুর পরিষদের মনোনীত ৩ জন সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ নেন প্রবীণ শিক্ষাবিদ দীপক রঞ্জন পাল, আইনজীবি অমিত সেন ও সমাজসেবী শ্যামাপ্রসাদ রায়। শপথবাক্য পাঠ করান মহকুমা ম্যাজিস্ট্রেট তথা পুর পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার। শপথগ্রহণ শেষে পুর পরিষদ তথা মহকুমার সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে ও এসডিএম প্রদীপ সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাগণ সহ পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত জমাতিয়া, সমাজসেবী অরুণ সাহা প্রমুখ।