বৃদ্ধদের কল্যাণে অনেক স্কীম রয়েছে, সুযোগ গ্রহণের জন্য বললেন প্রতিমন্ত্রী প্রতিমা

স্টাফ রিপোর্টার আগরতলা, ২৬ এপ্রিল।। বৃদ্ধদের জন্য অনেক কল্যানকর স্কীম রয়েছে। সেই সুযোগ গ্রহণের জন্য বললেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ আগরতলার বরজলায় অবলম্বন বৃদ্ধাশ্রমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করে।

প্রতিমা ভৌমিক বলেন, রক্তদান শিবির অবলম্বন বৃদ্ধাশ্রমে হবে জেনে এসেছি। এখানে বৃদ্ধা মায়েদের সঙ্গে দেখা করতে পারবো এই আশায় এসেছি। তাদের সঙ্গে কিছুক্ষণ কাটাবো এই আশা।

প্রতিমা ভৌমিক বলেন, যেসব বৃদ্ধ, অসুস্থ মা-বাবাদের ঘরে দেখার কেউ নেই, চাকরি- বাকরি করেন, ঘরে তাদের দেখাশোনা করার জন্য কাউকে পাওয়া যায় না। সেই সব বৃদ্ধ মা বাবাদের দেখা শোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে সি সি এইচ। অর্থাৎ কন্টিনিউ কেয়ার হোম, এখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। একেকটি হোমের জন্য ৩৬ লাখ টাকা বরাদ্দ। যারা দেখভাল করবেন তাদের দিনে ৪৭৪ টাকা করে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *