অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। যুদ্ধের মাঝেই ইউক্রেন সফর করে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন আমেরিকার দুই মন্ত্রী। জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথমবার আমেরিকা থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কিয়েভ সফর করল।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেন, রবিবার অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিনের সঙ্গে আলোচনা চলছিল। বৈঠক শেষে জেলেনস্কির ট্যুইট, ‘আজ ইউক্রেনের জনগণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ইউক্রেন-মার্কিন বন্ধুত্ব এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে।’
জেলেনস্কির সহকারী বলেন, ‘প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তারা যতটা সম্ভব সহায়তা দেওয়ার কথা বলেন।’ বলাই যায়, দুই মার্কিন মন্ত্রীর এই সফর ইউক্রেনের প্রেসিডেন্টকে খানিক শক্তি জোগাল। কারণ, ইউক্রেনে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী। ব্লিঙ্কেন তো যুদ্ধে উস্কানি দিয়ে বলেই বললেন, রাশিয়া যুদ্ধে হারছে, জিতছে ইউক্রেন।
বলেন, আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক সহযোগিতা করবে আমেরিকা। এর আগে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছিল ওয়াশিংটন। সম্প্রতি কয়েক দফায়ে ইউক্রেনকে অস্ত্র ও মানবিক সহায়তা পাঠিয়েছে বাইডেন সরকার।