বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানা সরকার

অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। রাজ্যে ফের করোনা দাপট বাড়ছে। এই অবস্থায় আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি, কোভিড নির্দেশিকা নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে এর মধ্যে সংক্রমণ রুখতে ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোয দেওয়া শুরু হয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। তবে বিনামূল্যে নয়।

এবার বিনামূল্যে বুস্টার ডোজ বা প্রিকওশন ডোজ দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। বাজারে কোভিডের বুস্টার ডোজ কিনতে পরিষেবা কর সহ খরচ হয় ৩৮৫ টাকা। সোমবার হরিয়ানা সরকার ঘোষণা করেছে, সরকারের তরফে বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে। এই সুবিধা পাবে ১৮ থেকে ৫৯ বছরের নাগরিকরা। এর আগে দিল্লি, বিহার রাজ্যে বিনামূল্যে বুস্টার ডোজ-এর কথা ঘোষণা করা হয়। এবার সেই পথেই হাঁটল হরিয়ানা সরকার। সরকারে এই সিদ্ধান্তে এই প্রিকওশন ডোজ নেওয়ার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, করোনা প্রথম ও দ্বিতীয় ওয়েভের সঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল রাজ্যের। প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয় দেশের মানুষকে। এর পর ফের করোনা চোখ রাঙানির জন্য বুস্টার ডোজ দেওয়া শুরু হয় ৬০ উর্ধদের। এর পর ১০ এপ্রিল সকল প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে বেসরকারি কেন্দ্রগুলিতে এই টিকাকরণ চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *