৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া অনুমতি দিল ডিজিসিআই

অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। এবার ৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া অনুমতি দিল ডিজিসিআই। ভারত বায়োটেকের ভ্যাকসিন কো-ভ্যাকসিন দেওয়া হবে। আজ বা আগামীকাল কিভাবে, কখন থেকে এই টিকাকরণ দেওয়া শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে।

উল্লেখ্য, করোনা গ্রাফ উর্ধমুখী। এই অবস্থায় কোভিড টিকার ওপরেই ভরসা রেখে এগোচ্ছে ভারত। ইতিমধ্যেই বায়োলজিকাল ই-এর ভ্যাকসিন কর্বেভ্যাক্সকে সীমিত জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস জেনারেল কন্ট্রোল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। এর পর ১৪ ফেব্রুয়ারি সেন্টাল ড্রাগ’স স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন(সিডিএসসিও)কোভিড বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানেই ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার আলোচনা হয়৷ এরপরই শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়।

বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা ভ্যাকসিনের নামই হল কর্বেভ্যাক্স। যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। এর পরেই স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের পর এবার প্রাপ্তবয়স্কদেরও বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে না এই টিকা। বেসরকারি হাসপাতালে চলছে এই টিকাকরণ। প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) করোনা টিকা পাবেন।

কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার ১৮ বছর হলেই মিলবে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ। আপাতত শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা বেসরকারি কেন্দ্র থেকে প্রাপ্তবয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় প্রাপ্ত বয়স্কদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *