মাস্কের হাতে চলে গেলে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’ বলে আশঙ্কা প্রতিষ্ঠানটির সিইও পরাগের

অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের হাতে চলে গেলে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সিইও পরাগ আগারওয়াল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় নাকি এমনই আশঙ্কা প্রকাশ করেন টুইটারের সিইও পরাগ আগারওয়াল। টুইটারের ভবিষ্যতের কার্যপ্রণালী ব্যাহত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রয়টার্সের দাবি, পরাগ বলেছেন, ‘টুইটার এক বার হস্তান্তর হয়ে গেলে এই সংস্থা কী ভাবে কাজ করবে তা আমরা জানি না।’

খুব শিগগিরই ইলন সদ্য মালিকানা পাওয়া টুইটারের কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও এই মাইক্রোব্লগিং সাইট নিজেদের কর্মীদের জানিয়েছে।

সোমবার ইলন মাস্ক ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন। তিনি নগদে এ অর্থ পরিশোধ করবেন।

টুইটার বোর্ডের পক্ষ থেকে ব্রেট টেলর জানান, দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে মাস্কের প্রস্তাবটি লাভজনক। সংস্থার কর্মকর্তাদের বিশ্বাস টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য এই সিদ্ধান্তই সবচেয়ে ভালো।

টুইটারের সিইও পরাগ আগারওয়াল তখন বলেন, ‘টুইটারের একটি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা রয়েছে। যা সারা বিশ্বকে প্রভাবিত করে। আমাদের পুরো দলের জন্য আমি ভীষণ গর্ব অনুভব করছি।’

কিছুদিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নেন ইলন মাস্ক। তবে পরবর্তীতে সংস্থার পুরো মালিকানা নেওয়ার প্রস্তাব দেন তিনি। ইলনের দাবি ছিল, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্ব জুড়ে বাক্‌স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরেই তিনি নাকি উপলব্ধি করেন যে, অনেক মালিকানা থাকলে তা কখনই সম্ভব নয়। তাই বাক্‌স্বাধীনতাতে জোর দিতেই তিনি একক মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নেন বলেও তিনি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *