কলাছড়ায় নারিকেল উন্নয়ন পর্ষদের নবনির্মিত দ্বিতল ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারোদঘাটন

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৬ এপ্রিল।। সাব্রুমের কলাছড়ায় হিচাছড়া নারিকেল বাগানে আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নারিকেল উন্নয়ন পর্ষদের নবনির্মিত দ্বিতল ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারোদঘাটন করেন।

নারিকেল উন্নয়ন পর্যদের নবনির্মিত দ্বিতল ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারোদঘাটন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন এগুলো রাজ্যে যথাযথভাবে বাস্তবায়ণ করা হচ্ছে।

তিনি বলেন, ত্রিপুরার মাটি সব ফসল ফলানোর পক্ষে উপযুক্ত। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, এখন রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর পাচ্ছে। এ কৃতিত্ব রাজ্যের কৃষকদের।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, বসতি স্থাপন ও নগরায়ণের ফলে নারিকেল কেটে ফেলা হচ্ছে। ফলে নারকেল উৎপাদন কমছে। কিন্তু নারিকেল অর্থকরি ফসল। নারিকেল চাষের মাধ্যমেও কোন ব্যক্তি বা পরিবার স্বনির্ভর হতে পারে। তাই স্বনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে নারিকেল চাষ বাড়ানোর জন্য তনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ভাহিদ এ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *