একই রাতে প্রতাপগড়ে ৬ দোকানে চুরি, পুলিশের নাইট পেট্রোলিং নিয়ে উঠছে প্রশ্ন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ এপ্রিল।। সোমবার রাতে শহরের একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটেছে। টাউন প্রতাপগড় ১ নং রোডে উত্তম সাহার দোকানে হানা দিয়ে চোরের দল প্রায় ৪৫ হাজার টাকার সামগ্রী নিয়ে যায়। এছাড়া দক্ষিণ প্রতাপগড়ে একসাথে ৫ দোকানে চুরি হয়। ৫ জন ব্যবসায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেজায় ক্ষুব্ধ।

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে প্রায় প্রতিদিন রাতে চুরির ঘটনা ঘটছে। বাজারের দোকান কিংবা বাড়িতে চুরির ঘটনা ঘটছে। রাতে পুলিশের টহলদারি নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। রাতের আগরতলা যেন দিনদিন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। অবিলম্বে নাইট পেট্রোলিং আরও সক্রিয় করার দাবী উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *