অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। ইউক্রেনে সেনা অভিযান চলছে রাশিয়ার।এরমধ্যেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হুমকিকে উড়িয়ে দেওয়া যায় না।
রয়টার্সের খবর, রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের সামরিক জোট ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে। ল্যাভরভ বলেন, ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।
এর পরেই ল্যাভরভ ইউক্রেনে যুদ্ধের জেরে পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা স্বীকার করেছেন। এমন আশঙ্কার পরই শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কেও আশার বাণী উচ্চারণ করেছেন তিনি।
দুমাস হতে চলেছে, রুশ অভিযান চলছে। ইউক্রেন প্রতিরোধ করছে। তবে রাশিয়ার দখলে দেশটির গুরুত্বপূর্ণ কিছু এলাকা। যুদ্ধের মাঝেই ইউক্রেন সফরে আসেন মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব। ওয়াশিংটন বলেছে, এই যুদ্ধে ইউক্রেনের জয় হবেই। এর পরেই মস্কো থেকে রুশ বিদেশমন্ত্রী দিলেন পরমাণু যুদ্ধের হুমকি। সম্প্রতি রাশিয়া তাদের পকমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের পাল্লা মার্কিন মুলুক পর্যন্ত নির্ধারিত করেছে। এর ফলে ওয়াশিংটন চিন্তিত।