অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। দিল্লি ও পঞ্জাব সরকারের মধ্যে স্বাক্ষরিত হল জ্ঞান ভাগ করে নেওয়ার চুক্তি। মঙ্গলবার দুপুরে জ্ঞান ভাগ করে নেওয়ার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যৌথ সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, বাবা সাহেব এবং ভগৎ সিংয়ের স্বপ্ন পূরণ করতে এবার একসঙ্গে কাজ করবে দিল্লি ও পঞ্জাব। কেজরিওয়াল বলেছেন, “জ্ঞান ভাগ করে নেওয়ার চুক্তি ভারতের ইতিহাসে একটি অনন্য ঘটনা; সরকার জ্ঞান ভাগাভাগি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করছে… আমাদের লক্ষ্য একে অপরের কাছ থেকে শেখা এবং এগিয়ে যাওয়া।”
দু’দিনের সফরে এখন দিল্লিতে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবারই দিল্লির সরকারি স্কুল ও মহল্লা ক্লিনিক ঘুরে দেখেন ভগবন্ত মান, কেজরিওয়াল সরকারের কাজে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এরপর মঙ্গলবার দিল্লি ও পঞ্জাব সরকারের মধ্যে স্বাক্ষরিত হল জ্ঞান ভাগ করে নেওয়ার চুক্তি। কেজরিওয়াল এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “দু’টি সরকার যখন একে-অপরের কাছ থেকে শেখার জন্য চুক্তি স্বাক্ষর করে, তা অনন্য। এখন আমরা একে-অপরের কাছ থেকে শিখব ও এগিয়ে যাব।”