মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লংতরাইভ্যালি মহকুমার ছামনু ব্লকে আবাস যোজনা দেখলেন

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৬ এপ্রিল।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ লংতরাইভ্যালি মহকুমার ছামনু ব্লকের পশ্চিম ছামনুর বড়ুয়া কলোনীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, ইন্ডিভিজ্যুয়াল হাউজহোল্ড লেট্রিন, অটল জলধারা ও বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে দেখা করেন এবং প্রকল্পের কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন।

মুখ্যমন্ত্রী এলাকার ইন্দ্রা বড়ুয়া ও তাপস বড়ুয়া এই দুই সুবিধাভোগীর বাড়িতেও যান। তাদের সাথে কথা বলে মুখ্যমন্ত্রী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। বড়ুয়া কলোনীতে সফরকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক তথা ছামনু ব্লক এডভাইজরি কমিটির চেয়ারম্যান শম্ভুলাল চাকমা, এমডিসি হংশু কুমার ত্রিপুরা, অতিরিক্ত জেলাশাসক মহম্মদ মোসলেম উদ্দিন আহমেদ, লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক অমর্ত্য বর্মণ, ছামনু ব্লকের বিডিও ললিত চাকমা, সমাজসেবী মোহনলাল চাকমা প্রমুখ।

উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী যেসমস্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন সেগুলি হলো ২০২০-২১ অর্থবছরে হাতে নেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের কাজ, ২০২১-২২ অর্থবছরের অটল জলধারা এবং বিনামূলো রেশন প্রকল্পের কাজ এবং ২০১৬-১৭ অর্থবছরে হাতে নেওয়া আইএইচএইচএল প্রকল্পের অসমাপ্ত কাজ। এসব প্রকল্পের কাজ জিও ট্যাগিংয়ের মাধ্যমেই অনুমোদিত হয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *