মালবোঝাই গাড়ির পিছনের ব্রেকফেল, ভাঙল দোকান, গুরুতর আহত মহিলা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ এপ্রিল।। মালবোঝাই গাড়ির পিছনের ব্রেকফেল, ভাঙল দোকান, গুরুতর আহত মহিলা। দুর্ঘটনাটি ঘটে মধুপুর থানা রোড এলাকায় মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিট নাগাদ।

ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল ৯:৩০ নাগাদ TR01AA1804 নাম্বারের একটি অটো অতিরিক্ত মাল বোঝাই করে মধুপুর বাজার হয়ে থানা রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ওই মালবোঝাই গাড়ির পিছনের ব্রেকফেল হয় এবং গাড়িটি পেছনদিকে দ্রুত গতিতে এসে দক্ষিণ মাধবপুর পঞ্চায়েত এলাকার ভাগ্যশ্রী দেববর্মা নামে মহিলাকে সজোরে ধাক্কা মারে। সাথে একটি রেস্টুরেন্টের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঐ মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করেন।

এই ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করলে উনারা সংবাদমাধ্যমকে জানান, প্রত্যক্ষদর্শীদের মতে প্রতি হাট-বাজারের দিন এই অটোটি অতিরিক্ত মাল বোঝাই করে বাজারে নিয়ে আসে। আজও সে অতিরিক্ত মাল বোঝাই করে আসার পরেই পিছনের ব্রেক ফেল হয় এবং এত বড় দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা এবং ব্যবসায়ী মন্ডল সাথে সাথেই খবর দেয় পুলিশে। এখন দেখা যাক পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *