বিশালগড়ের কুখ্যাত নেশা কারবারি বাপী কর্মকার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ এপ্রিল।। বিশালগড় থানার পুলিশ রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালের উল্টো দিকের কৌটা গলি নামে কুখ্যাত এলাকার বাসিন্দা নেশা কারবারী বাপি কর্মকারকে গ্রেপ্তার করে। রবিবার সন্ধ্যায় পুলিশ সাদা পোশাকে খদ্দের সেজে প্রথমে তার বাড়িতে যায় নেশা সামগ্রী কিনতে।

প্রথমদিকে সে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতায় পালিয়ে যেতে অসফল হয়। পুলিশ বাপি কর্মকারের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি তার নেশার কারবারে ব্যবহার করা TR01BM0397 নম্বরের গাড়িটি এবং নগদ অর্থসহ তাকে গ্রেপ্তার করে থানায় তুলে আনে।

বিশালগড় থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন বাপি কর্মকার বিশালগড় কোর্টে মূহুরীর কাজ করে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই সে নেশা সামগ্রীও বিক্রি করে আসছিল বলে অভিযোগ। কিন্তু কোনমতেই তাকে জালে তোলা সম্ভব হচ্ছিল না। স্পেশাল অভিযানের মাধ্যমে অফিসটিলা চেকিং এর দ্বারা এই কুখ্যাত নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় বলে জানান বিশালগড় থানার পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *