ম্যালেরিয়া নির্মূল এবং জীবন বাঁচাতে ভারতের প্রচেষ্টা অত্যন্ত সফল হয়েছে : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। সোমবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “বিভিন্ন সরকারি কৌশলগত পদক্ষেপের মাধ্যমে ম্যালেরিয়া নির্মূল এবং জীবন বাঁচাতে ভারতের প্রচেষ্টা অত্যন্ত সফল হয়েছে।” টুইটে তিনি আরও জানান, “বিশ্ব ম্যালেরিয়া দিবসে আমরা সঙ্কল্প করছি, উদ্ভাবন এবং বিদ্যমান সরঞ্জামগুলিকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে ভারতকে ‘ম্যালেরিয়া-মুক্ত’ নিশ্চিত করা হবে।”

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল দিনটি ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল- ‘উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এদিন পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পি পওয়ার এবং ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রডেরিকো অফরিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *