স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ এপ্রিল।। একতা হচ্ছে কোন সমাজের মূল শক্তি। উৎসব, ইতিহাস, সংস্কৃতি-কৃষ্টি ও খাদ্যাভাস বৈচিত্রের মধ্যে ঐক্য গঠনে সহায়ক ভূমিকা নেয়। পানতুই স্পোর্টিং সোসাইটি ও রাগিনী হুকুমু বদলের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বিবেকানন্দ ময়দানে গতকাল গড়িয়া উৎসবের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, পানতুই স্পোর্টিং সোসাইটি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে নেশামুক্ত রাখতে কাজ করছে। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নেশার কোন ভূমিকা নেই এবং নেশা সমাজের একতা নষ্ট করে। তিনি বলেন, কোন জাতিকে শক্তিশালী করতে একতাই হচ্ছে প্রধান অবলম্বন। তিনি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, গড়িয়া একটি সার্বজনীন উৎসব। সকলের অংশগ্রহণে গড়িয়া উৎসব সার্থক রূপ লাভ করেছে।
স্বাগত বক্তব্য রাখেন পানতুই স্পোটিং সোসাইটির সম্পাদক চিরকুমার দেববর্মা। সভাপতিত্ব করেন পানতুই স্পোর্টিং সোসাইটির সভাপতি সুভাষ দেববর্মা। গড়িয়া উৎসব উপলক্ষে ট্রেডিশন্যাল ফুড ফেস্টিবল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।