অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। আইপিএলের পঞ্চদশ আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লোকেশ রাহুল। এই ভারতীয় উইকেটরক্ষকের হাতে নেতৃত্ব তোলে দিয়ে যেন স্বস্তিতে আছে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্নৌ সুপার কিংস।
অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও রানের বন্যা বইয়ে দিচ্ছেন রাহুল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আরেকটি অপরাজিত সেঞ্চুরি করেছেন তিনি।
সেই সঙ্গে বেশ কয়েকটি কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী তারকা। অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে বসলেন রাহুল। এই তালিকায় আগে থেকে শীর্ষে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। দুজনের সেঞ্চুরির সংখ্যা ৬টি। ৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে বিরাট কোহলি। ৪ সেঞ্চুরি আছে সুরেশ রায়নার।
মুম্বাইকে ৩৬ রানে হারিয়েছে লক্ষ্নৌ। ১০ পয়েন্ট নিয়ে চলতি আইপিএলে চতুর্থ স্থানে আছে তারা। অন্যদিকে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে মুম্বাইয়ের। ৮ ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আছে সবার শেষে।
মুম্বাইয়ের বিপক্ষে লক্ষ্নৌর ইনিংসে শেষ ওভার করতে এসে রিলে ম্যারেডিথের প্রথম বলে ছয় হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পা রাখেন রাহুল। চলতি আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আগেরটিও মুম্বাইয়ের বিপক্ষে। সেই ম্যাচেও তিনি খেলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস। এ নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একই দলের বিপক্ষে তিনটি সেঞ্চুরি পেলেন রাহুল।
আইপিএল সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চারে আছেন রাহুল। ৯৩ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন তিনি। ১৪১ ইনিংসে ৬ সেঞ্চুরি করে সবার শীর্ষে ক্রিস গেইল। দুইয়ে থাকা কোহলির সেঞ্চুরি ৫টি। ৪ সেঞ্চুরি আছে জস বাটলারেরও। তবে তিনি রাহুলের চেয়ে ২২ ইনিংস কম খেলেছেন।