স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ এপ্রিল।। উদয়পুরে NSUI রাজ্য সভাপতি সম্রাট রায়ের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। সেই পরিপ্রেক্ষিতে সোমবার আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ প্রদর্শন NSUI এর পক্ষ থেকে।
দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং রাজ্য আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করতে হবে। না হলে NSUI সারা রাজ্যব্যাপী আন্দোলন করবে। শনিবার উদয়পুর কংগ্রেস ভবনের আগামী দিনে ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে যান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। সেখান থেকে ফেরার পথে দুষ্কৃতিকারীদের দ্বারা বাগমা এলাকা আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ।
এদিন ওইদিন বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা জানান এন এস ইউ আই -র সম্পাদক শিবু সেন। আরও বলেন সেদিন ফেরার সময় পুলিশের সামনে দুস্কৃতিকারীরা অশ্লীল ভাষায় সম্রাট রায়কে গালিগালাজ করেছে এবং ইটপাটকেল ছুড়ে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে এন এস ইউ আই -র পক্ষ থেকে।