স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৩ এপ্রিল।। খোয়াই থানাধীন পূর্ব চেবরি গাঁও সভার নাথ পাড়া চৌমুহনী এলাকায় পাগলা কুকুরের কামড়ে পুরুষ মহিলা সহ ৮ জন জখম হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকটি গরু-ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু-পাখিকেও কামড়িয়েছে পাগলা কুকুরটি।
পাগলা কুকুরের কামড়ে জখম ৮ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হল রায় মোহন দেবনাথ, উজ্জ্বলা দেবনাথ এবং খোকন রুদ্র পাল।
পাগলা কুকুরের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন রাহাত পাগলা কুকুরটিকে আটক করে পিটিয়ে হত্যা করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান পাগলা কুকুরটিকে আটক করে হত্যা না করলে আরো বহু মানুষকে যখন করতে পারত। সে কারণে বাধ্য হয়েই তারা পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছেন।