স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ এপ্রিল।। উদয়পুরের আরকে পুর থানার পুলিশ থানার সামনে থেকে সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আরকে পুর থানার পুলিশ থানার সামনে একটি ওয়াগনার গাড়ি আটক করে। তাদের কাছে খবর ছিল ওই ওয়াগনার গাড়ি দিয়ে ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে জ্বালিয়ে তুলেছে পুলিশ। ধৃতরা হলো হুমায়ুন মিয়া এবং কাকচাং নামে এক উপজাতি যুবক। তাদের দুজনের বিরুদ্ধেই আর কে পর থানায় এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।
উল্লেখ্য, মন্দির নগরী উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল সাগরে ভাসে। তাতে ঐতিহ্যবাহী মন্দির নগরীর ঐতিহ্য ম্লান হওয়ার উপক্রম। পুলিশ জানিয়েছে নেশামুক্ত মন্দির নগরী গড়ে তোলার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।